সাপ্তাহিক সত্যের সাক্ষরের সম্পাদক ও পাবনা রিপোর্টারর্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ মোহন এর ইন্তেকাল

ইউ এন এস :  শহরের শিবরামপুর গণি সড়কের বাসিন্দা মরহুম আলহাজ্ব আব্দুল্লাহ্ মুন্সীর ছোট ছেলে, পাবনা থেকে প্রকাশিত সাপ্তাহিক সত্যের সাক্ষরের সম্পাদক ও পাবনা রিপোর্টারর্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ মোহন মুন্সী গতকাল শনিবার সকাল ১০টা ১০মিনিটে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বৎসর। তিনি স্ত্রী, এক ছেলে, ১ মেয়ে, ভাই, বোন, আত্মীয়-স্বজন-বন্ধু-সহপাঠী, সহযোদ্ধা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি কয়েক বৎসর আগে হার্টে ৪টি রিং বসিয়ে ছিলেন, ভারতেও চিকিৎসা করিয়েছেন। কয়েকদিন আগে অসুস্থ হলে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করলে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। গতকাল শনিবার সকাল ১০টা ১০মিনিটে ইন্তেকাল করেন। মৃত্যুর খবর শোনার পর বন্ধু, আত্মীয়-স্বজন, সহযোদ্ধা-সহপাঠী এলাকাবাসী এক নজর দেখার জন্য তার বাড়ীতে ভীড় জমায়।
তার মৃত্যুতে শোকসম্পপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, সাধারণ সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাবিবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, সহ-সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, বার্তা সংস্থা ইউ এন এস-এর সম্পাদক শহিদুল করিম মুকুল, বার্তা সম্পাদক এস পারভেজ, পাবনা সাংবাদিক ফোরামের সভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, পাবনা হোমিও প্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম প্রমুখ।
আজ রবিবার সকাল ৯টায় পাবনা চাঁপা বিবি ওয়াক্ফ স্ট্রেট জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে আরিফপুর সদর গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

 

আবু সাইদ মোহনপাবনা রিপোর্টারর্স ইউনিটিসাপ্তাহিক সত্যের সাক্ষর
Comments (0)
Add Comment