মদনে ব্যবসায়িক হেকিম হত্যার প্রতিবাদে মানববন্ধন

মোঃ মোশাররফ হোসেন, মদন: নেত্রকোনা জেলা মদন উপজেলা পরিষদ এর প্রধান সড়কে ২৭ শে ফেব্রুয়ারী সকাল ১২.০০ এক মানব বন্ধন কর্মসূচি আয়োজন করে। মদন উপজেলা ছাত্রলীগ ও বাংলাদেশ অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন মদন শাখা। এতে বক্তব্য রাখেন নিহতের ছেলে আতিকুল তিনি বলেন আমার বাবা একজন সাধারণ ব্যবসায়িক ছিলেন, আমার বাবাকে মদন উপজেরার স্বেচ্চাসেবক লীগএর সভাপতি ও খুনি লিটন বাঙ্গালী ও তার দলবল মিলে কিল, ঘুসি, লাতির আঘাতে আমার বারার মৃত্যু হয়। তারই প্রতিবাদে এই মানববন্ধন। আমি প্রশাসন ও প্রিন্ট মিডিয়া ও অনলাইন মিডিয়ার মাধ্যমে আমার বাবার হত্যাকারীদের ফাঁসি দাবি করছি। আরো বক্তর্ব্য রাখেন অটো সিএনজি শ্রমিক ইউনিয়নের সধারণ সম্পাদক ওয়ারেছ উদ্দিন যুবলীগ নেতা নাজমুল হাসান নাজু যুবলীগ নেতা ফেরদৌস মিয়া অটো সিএনজি ইউনিয়নের মদন শাখার সভাপতি হাবিবুর রহমান তিনি বলেন আমার ছোট ভাই সাবেক ছাত্রলীগ নেতা শরীফ এর উপর হামলাকারী ও আমার চাচা আব্দুল হেকিম এর হত্যাকারী মদন স্বেচ্চাসেবক লীগের সভাপতি লিটন বাঙ্গালী ও তার সহচরদের অভিলম্বে আইনের আওতায় এনে গ্রেফতার ও বিচারের দাবিতে আজ আমরা মানববন্ধন কর্মসূচি পালন করছি। উল্লেখ্য গত ২৩ শে ফেব্রুয়ারী মদন কেন্দুয়া রোডে লিটন বাঙ্গালীর লোকজন সাবেক ছাত্রলীগ নেতা শরিফের উপর হামলা চালায় এতে শ্রমিক নেতা হাবিবুর এর চাচা হামলার সময় কিল, ঘুসি ও লাতির আঘাতে আহত হয়। আহত অবস্থায় শরিফ ও আব্দুল হেকিমকে পরিবারের লোকজন মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল প্রেরণ করে। সেখানে আব্দুল হেকিমের মৃত্যু হয়। এতে নিহতের স্ত্রী সাজু আক্তার বাদি হয়ে গত ২৪ শে ফেব্রুয়ারী ৩৮ জনকে আসামী করে আরো অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনের নামে মদন থানায় হত্যা মামলা দায়ের করে।

মদনে ব্যবসায়িক হেকিম হত্যার প্রতিবাদে মানববন্ধন
Comments (0)
Add Comment