ইউসুফ আলী মন্ডল নকলা প্রতিনিধি : শেরপুর জেলার নকলা উপজেলার ৩নং উরফা ইউনিয়নের তারাকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসার পাশে সুবিশাল ৫ম তালার বন্যা জলোচ্ছ্বাসে আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়েছে । জানাগেছে, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ২০১৮ সালে দরপত্র আহবান করে ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে ২ কোটি ৮৭ লাখ টাকা ব্যায়ে দৃষ্টিনন্দন দালান ঘর তৈরী করছেন । নকলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম ও ত্রান অধিদপ্তরের প্রকৌশলী বন্যা আশ্রয় কেন্দ্র দেখা ভাল দায়িত্ব পালন করছেন । জানাযায় ,তারাকান্দা , মোজাকান্দা, হাসানখিলা,গ্রামে বন্যা কবলিত হয়ে পড়লে এবং জলোচ্ছ্বাস দেখা দিলে দুর্যোগ কাটাতে মানুষ জনকে নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে এই আশ্রয়ন কেন্দ্রটি নির্মাণ করা হয়।