নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র্যাব-১২ । বুধবার ৩ মার্চ গোপন সাংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন সগুনা ইউপির চরকুশাবাড়ী খামারপাড়া গ্রামস্থ আসামীর বসত বাড়ির ভিতর আঙ্গিনায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০৩ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়া ও তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী মো: জহুরুল ইসলাম (৪০),পিতা- মৃত আকবর আলী, সাং-চরকুশাবাড়ী খামারপাড়া,থানা-তাড়াশ, জেলা- সিরাজগঞ্জ ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরনী ১৯(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।