পাবনা প্রতিনিধি : “করোনাকালে নারী নেতৃত্ব,গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পাবনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন,মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা পাবনার আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় জেলা প্রশাসক কবীর মাহমুদ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি, বিশেষ অতিথির বক্তব্য দেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাদিরা ইয়াসমিন জলি এমপি। মহিলা বিষয়ক অধিদপ্তর পাবনার উপপরিচালক মোসা: কানিজ আইরিন জাহান’র পরিচালনায় আরো বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আফরোজা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার শামিমা আক্তার,জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামিমা শিরিন, কামরুন্নাহার জলি, নিহার আফরোজ জলি, হেলেনা খাতুন সহ অন্যান্যরা। বক্তারা বলেন,
পাবনায় আন্তর্জাতিক নারী দিবস পালন
নির্যাতন-বৈষম্য কমিয়ে নারীর প্রতি দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন করা প্রয়োজন। দেশের উন্নয়নে নারীর অবদানকে আমাদেরকে স্বীকার করতে হবে। বক্তারা আরো বলেন, নির্যাতনের কারণে নারীরা তার খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা, দৈহিক এবং মানসিক বিকাশ, রাজনীতি এবং কর্মক্ষেত্রে অংশগ্রহণসহ সকল বিষয়ে মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। উন্নয়ন কার্যক্রমসহ প্রতিটি সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ায় নারীর কার্যকরী অংশগ্রহন নিশ্চিত করতে হবে এবং এজন্য নারীর রাজনৈতিক ক্ষমতায়ন আরও বেশী প্রয়োজন। অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।