মোঃ মোশাররফ হোসেন, নেত্রকোণা : নেত্রকোণা মদনে এ বছরে নারী দিবসে প্রতিপাদ্য বিষয় ছিল “করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব” এই স্লোগানকে সামনে নিয়ে মদন উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে সোমবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এর সহযোগিতায় ছিলেন কেআরজিএসকেসিএইচ ডব্লিউ ইনিশিয়েটিভ প্রজেক্ট। সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ এর সভাপতিত্তে সভার সঞ্চালনা কনের উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আহাদ মিয়া সভায় স্বাগতিক বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, মদন থানার অফিসার ইনচার্জ মাসুদ্দুজামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, উপজেলা তথ্য কর্মকর্তা ইসরাত জাহান, উচ্চ মাধ্যমিক পোগ্রাম অফিসার জোসনা বেগম, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শফিক, নারী উদ্দোক্তা তামান্না ইসলাম সহ মহিলা বিষয় কর্মকর্তা কর্মচারি ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন । উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন ৮ই মার্চ নারী পুরুষের সমতার নিয়ে তিনি বেগম রোকিয়ার কথা স্মরণ করে বলেন নারীরা পিছিয়ে থাকার কারণ হচ্ছে তারা অনেকটা মনের দিক দিয়ে পিছিয়ে আছে। তাই মনের শক্তি বাড়াতে হবে এবং তৃণমূলের দিকে এগিয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে।