ষ্টাফ রিপোর্টার : পাবনার সকল বেসরকারী উন্নয়ন সংস্থার নির্বাহী ও প্রতিনিধিরা আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস মানবকল্যান ট্রাষ্ট (এবি ট্রাষ্ট) এর কার্যক্রম পরিদর্শন করেন। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিদর্শন শেষে আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস স্কুল এন্ড কলেজে মিলনায়তনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এবি ট্রাষ্টের চেয়ারম্যান এড.শামসুর রহমান শিমুল বিশ্বাস ভবিষ্যত কর্মপরিকল্পনার বিষয়ে তাদের সাথে মত বিনিময়ের শুরুতে বলেন, এটা একটি অলাভজন ও অরাজনৈতিক প্রতিষ্ঠান। ট্রাষ্টের মূল লক্ষ্য হচ্ছে, দারিদ্রতা বিমোচনে কর্মক্ষম জনগোষ্ঠি তৈরীর জন্য নারী-পুরুষের নানা ধরণের প্রশিক্ষন, শিক্ষা, স্বাস্থ্য, লিঙ্গ বৈষম্য দূরী করণ, শ্রমিক কল্যান, মসজিদ-মাদ্রাসা স্থাপনসহ সমাজের সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী, তৃতীয়লিঙ্গের ব্যক্তিদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা এবং বিশেষ শিক্ষা বৃত্তিসহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করা হবে ট্রাষ্টের মাধ্যমে।
সভায় এনজিও প্রতিনিধি দল এবি ট্রাষ্ট পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে বেশকিছু সুপারিশ উপস্থাপন করেন। এবি ট্রাষ্টের চেয়ারম্যান এড.শামসুর রহমান শিমুল বিশ্বাস তাদের সাথে সহমত পোষন করেন এবং ট্রাষ্টের উন্নয়নে সকল মহলের সহযোগীতার আহবান জানান। পরিদর্শন দলে ও মত বিনমিয় সভায় সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন বাঁচতে চাই‘র নির্বাহী পরিচালক মন্টু, সূচনার নির্বাহী পরিচালক পূর্নিমা ইসলাম, সিসিডিবি‘র এরিয়া ম্যানেজার ড.নাঈমা ইসলাম, আসিয়াবের প্রোগ্রাম ডিরেক্টর আব্দুস সামাদ, যমুনার নির্বাহী পরিচালক এডাবের সভাপতি মনজেদ আলী, সাধারন সম্পাদক সূচিতার নির্বাহী পরিচালক নাসরিন পারভীন, অনন্যার প্রতিনিধি আলাউদ্দিন, প্রতীকের নির্বাহী পরিচালক এসএম সাইফুর রহমান, উদ্দীপনার আলেয়া ইয়াসমিন, দর্পণের এড. আনোয়ার হোসেন, থার্ড জেন্ডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি মিতুল, নাজিরপুর মহিলা সংস্থার নাজিয়া পারভীন ও রত্না পারভীন, উপআনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের লুৎফর রহমান, স্বর্নালীর প্রতিনিধি আতিকুর রহমান, ইছামতি সংঘের ভাষ্কর চৌধুরী, কারিগরী মহিলা সংস্থার মনোয়ারা মনা, প্রতীকের সমন্বয়কারী সায়মা ইসলাম কথা প্রমুখ।