মিজান তানজিল : পাবনার আটঘরিয়া উপজেলার বিল চতরা জলমহল ইজারায় এবার সর্বোচ্চ দর (মূল্য) দাখিল করা হয়েছে। চারটি মৎসজীবি সমিতি ইজারা দরপত্রে অংশগ্রহণ করেন। এর মধ্যে একটি মৎসজীবি সমিতি বিল চতরা জলমহল ইজারায় ১ লক্ষ ২৫ হাজার টাকা দর দাখিল করেছে। যা বিগত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ দর। তবে সর্বোচ্চ দরদাতা এখনো কার্যাদেশ পায়নি।
জানা গেছে, সম্প্রতি জেলা জলমহল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক কবীর মাহমুদ জেলার বিভিন্ন উপজেলার মোট ৩৩টি জলমহল ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এর মধ্যে গত ৩ মার্চ দরপত্র দাখিলের প্রথম তারিখে আটঘরিয়া উপজেলার বিল চতরা জলমহল ইজারায় চারটি মৎসজীবি সমবায় সমিতি দরপত্রে অংশগ্রহণ করেন। একই দিন দরদাতাদের উপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দপ্তরে দরপত্র বাক্স খোলা হয়। দরপত্রে অংশগ্রহণকারী চরশ্রীপুর মৎসজীবি সমবায় সমিতি লি: ১ লাখ ২৫ হাজার টাকা, যাত্রাপুর মৎসজীবি সমবায় সমিতি লি: ১ লাখ ১০ হাজার টাকা, কৈজুরী লক্ষীপুর মৎসজীবি সমবায় সমিতি লি: ১ লাখ ১ হাজার টাকা এবং গারুলিয়া মৎসজীবি সমবায় সমিতি লি: ৮০ হাজার টাকা দর দাখিল করেন।
একটি সুত্র জানায়, বিল চতরার সবচাইতে তীরবর্তী সর্বোচ্চ দর দাতা চরশ্রীপুর মৎসজীবি সমবায় সমিতি লি: সর্বোচ্চ দর দাখিল করলেও দরপত্র বাক্স খোলার এক সপ্তাহ পরেও কার্যাদেশ পায়নি। এনিয়ে মৎসজীবিদের মধ্যে নানা কানাঘোষা চলছে। এব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফরোজা আক্তার জানান, সরকারের রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে দরপত্র মূল্যায়ন চলছে। মূল্যায়ন শেষে কার্যাদেশ দেওয়া হবে।