মাহফুজ আলম, কাপ্তাই থেকে : কাপ্তাইয়ে পর্যটক হিসেবে ভেড়াতে এসে বন্য হাতির আক্রমনে প্রান হারালো ঢাকা তেজগাঁও টেক্সটাইল ইন্জিনিয়ারিং ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী (পর্যটক) অভিষেক পাল (২১)। বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল সোয়া ৯ টায় কাপ্তাই-রাঙামাটি আসামবস্তি প্রধান সড়কের কামাইল্যাছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত অভিষেকের পিতা সুধংশু বিকাশ পাল চট্টগ্রাম ইপিজেট এক্সপোর্ট প্রসেসিং জোনে চাকুরী করেন বলে জানা যায়। তাদের দেশের বাড়ি নোয়াখালী বসুরহাট পৌরসভার এলাকায় নিহত অভিষেকের কাপ্তাই সফর সংঘী বন্ধু শাহরিয়া,সৌয়েভ, সাদমান সোবহান উদয়, দেবজীত দে, মাহামুদুর রহমান বলেন, ‘তারা ছয় বন্ধু আজ ১১ মার্চ সকাল ৯টায় কাপ্তাই প্রশান্তি পার্ক থেকে রাঙামাটির উদ্দেশ্যে সিএনজি যোগে যাত্রা শুরু করেন। সকাল সোয়া ৯টায় কামাইল্যাছড়ি এলাকায় দুইটি হাতির মুখোমুখি হয়। তার বন্ধু অভিষেক বনের দিকে দৌঁড়ে পালানোর সময় একটা হাতি তাকে পিষ্ট করে। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্হায়ীয় লোক জনের সহযোগিতার গুরুতর আহত অবস্থায় তাকে কাপ্তাই উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসার সময় তার মৃত্যু ঘটে।’
কাপ্তাই স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ডাক্তার মিনহাজুল ইসলাম জানান, হাসপাতালের আসার আগে তার মৃত্যু হয়েছে। বন বিভাগের কাপ্তাই রেন্জের রেঞ্জ কর্মকর্তা মহসিন তালুকদার জানান, গত ৭ মার্চ একই এলাকায় হাতির আক্রমণে একজন প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। এছাড়াও ডংনালা এলাকায় বন্য হতির আক্রমনে মিনুপ্রু মারমা( ৪৫) ও গুরুত্ব আহত অবস্থায় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন চিল। কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন জানান, এ ঘটনায় পরবর্তীতে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মৃত দেহটি তার পিতা শুধাংশু বিকাশ পালের নিকট দুপুর ৩টার দিকে হস্তান্তর করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার সকালে নিহতের লাশ দেখার জন্য উপজেলা সদর হাসপাতালে ছুটে যান কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ডিএফও রফিকুজ্জামান শাহ, কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন।