কাপ্তাই শিলছড়িস্থ সীতা মন্দিরে শিব চতুর্দশী মেলা উদযাপন

কাপ্তাই প্রতিনিধি : সনাতন ধর্মালম্বীদের যথাযথ ভাব গাম্ভীর্য ও ধর্মীয় রীতিনীতি অনুযায়ী কাপ্তাই শিলছড়িস্হ সীতা মন্দিরে আনুষ্ঠানিক শিব চতুর্দশী স্নান. ধর্মীয় পুজা ও গীতা যজ্ঞ অনুষ্ঠানে শুক্রবার ১২ মার্চ হাজারো পুর্নাথী সনাতন ধর্মালম্বীদের সমাগম ঘটে। এ ব্যাপারে শ্রী শ্রী মাতা সীতাদেবী মন্দিরের শ্রী জোতির্ময় ভৃষ্যচারী মহারদ্বু কাপ্তাই সহ দেশের এবং বিশ্বের সকল মানব কল্যানের দিকে এগিয়ে আসার জন্য আশীর্বাদ করেন। এসময় মন্দির কমিটির সভাপতি রতন দাশ,সাধারণ সম্পাদক আশীষ কুমার দাশসহ অন্যান্ন গন্যমান্য ব্যাক্তিবর্গের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ওয়াগ্গা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অমল দে, কাপ্তাই উপজেলা আ’লীগ নেতা ধনা রংচংগ্যা, সমাজ সেবক আশীষ চৌধুরী, শিলছড়ি ইউপি মেম্বার মাহাবুব আলম.মেম্বার থোয়াইজ, সুভাষ দাশ প্রমুখ।

কাপ্তাই শিলছড়িস্থ সীতামন্দিরে শিবচতুর্দশী মেলা উদযাপনশিবচতুর্দশী মেলাশিলছড়ি সীতামন্দির
Comments (0)
Add Comment