যশোর প্রতিনিধি : অভয়নগর উপজেলার ভৈরব-উত্তর পূর্বাঞ্চলের চারটি ইউনিয়ন ও দক্ষিণ নড়াইলের বিছালি ইউনিয়নের গ্রাম অঞ্চলের একাধিক মাটির রাস্তা প্রচন্ড ঘন বৃষ্টিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যার কারনে হাজার হাজার সাধারণ মানুষ প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছে। ভৈরব উত্তরের একাধিক গ্রামে ও বিছালি ইউনিয়নের একাধিক গ্রামে সরেজমিনে ঘুরে দেখাগেছে এসব দৃশ্য।
উপজেলার ৭নং শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী গ্রামের দক্ষিণপাড়ার বাশুয়াড়ী টু ঋষিপাড়ার রাস্তার মাঝে প্রায় এক কিলোমিটার রাস্তা বৃষ্টিতে কাঁদা হয়ে চলাচলে একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। জানা যায়, রাস্তার দু প্রান্তে পিচের রাস্তা হলেও রাস্তার মাঝে এই এক কিলোমিটার পাকা না হওয়াতে একটু বৃষ্টিতেই পানি জমে কাদার সৃষ্টি হয়। একই ইউনিয়নের রানাগাতি গ্রামের পাকা ইটের রাস্তার উপর বৃষ্টির পানি জমে কাদা হওয়ার কারনে সাধারণের পথ চলাচলের ভোগান্তি পোহাতে হচ্ছে।
তাছাড়া শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া, শুকপাড়া, হিদিয়া, গোপিনাথপুরের ঘের পাড়সহ প্রায় ১০ টি রাস্তার একই অবস্থা। এদিকে সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলি উত্তরপাড়া, উত্তর বিলপাড়া, আদুখার মাঠের উত্তর বিলের রাস্তাসহ প্রায় ৯ টি রাস্তায় কাদার কারনে সাধারণ মানুষ চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
সিদ্ধিপাশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বর হাফিজুর রহমান জানান, রাস্তার পাশে মাছের ঘের কাটায় পানি সরানোর কোন বিকল্প না থাকায় প্রায় ৩০টি পরিবারের উঠানে পানি উঠে গেছে। নাউলি উত্তরপাড়া ও আড়পাড়ায় সরজমিনে দেখা গেছে রাস্তার উপর পানি জমে আছে, একাধিক পরিবারের বাড়িতে পানি জমে আছে। বাঘুটিয়া ইউনিয়নের ভবানিপুর টু পোতপাড়ার বাগানের মধ্য রাস্তার উপর কাঁদা হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
তাছাড়া ভুগিলহাট নদীর পাড়ের রাস্তা,পাইকপাড়ার বিলের রাস্তা, সিংগাড়ী শিবনগর টু বানিপুরের রাস্তাসহ একাধিক রাস্তা বৃষ্টির পানি জমে কাদা হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসি। ৫নং শ্রীধরপুর ইউনিয়নের মালাধার টু কোদলা রাস্তাটি পাকা হলেও মাঝে মাঝে রয়েছে কাচা রাস্তা, কাচারাস্তার বেহাল দশা অতিষ্ঠ করে তুলেছে এলাকাবাসিদেরকে।
স্থানীয় আমজাদ হোসেন জানালেন বৃষ্টি হলে কাচা রাস্তা আমাদের চরম ভোগান্তির কারন। এরাস্তাটা পাকা হলে তাদের দুঃখ কিছুটা লাঘব হতো। এদিকে ভাটপাড়া, নড়াইল সড়কের সিংগাড়ী থেকে গোবরা পর্যন্ত প্রায় ৮টি জায়গাতে রয়েছে রাস্তা ভাঙ্গন, যা এখন মরন ফাদে পরিণত হয়েছে। বাস চালক আতিয়ার মোল্যা জানালেন, রাস্তা সংস্কার না হলে এ রোডে তাদের পক্ষে আর গাড়ী চালানো সম্ভব নয়।
দক্ষিণ নড়াইলের চাকই ঘোড়ার দাড়, উত্তরপাড়া, বিল পাড়া, চাকই টু মধুর গাতির কাচা রাস্তাসহ এ অঞ্চলের রাস্তার চরম বেহাল দশা। দ্রুত এ সড়কগুলো সংস্কার করতে সংশ্লিস্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন ও হস্তক্ষেপ কামনা করেছেন্ ভুক্তভোগী সাধারণ মানুষ।