অস্তিত্ব সংকটে চরমুধুয়া সড়ক ও ব্রীজ

নকলা প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলার দক্ষিনে অবস্থিত চরমুধুয়া নামাপাড়া সড়কটি আধা কিলো উভয়পাশে ভেঙ্গে লন্ডভন্ড হয়ে যায় সেই সাথে তিনটি ব্রীজ ভেঙ্গে চুরমার হয়ে যায় । কর্তৃপক্ষের সুষ্ঠু নজরদারী ও সঠিক সিদ্ধান্তের অভাবে অস্তিত্ব সংকটে পড়েছে চরমভাবে । গ্রামবাসীদের মধ্যে অসস্তোষ দেখা দিয়েছে । রাস্তা ব্রীজ থাকার পরও মানুষ যাতায়াত করতে পাড়ছেন না সড়কের উপর দিয়ে এসড়কে জেলা পরিষদ ৮৬ লাখ টাকা ব্যায়ে ইটের সলিং করা হয় ত্রাণের দুইটি ব্রীজ ৬৬ লাখ টাকা ব্যায়ে নির্মাণ করা হয়েছিল । এল জি ই ডি আর আর এম ই পি ২ প্রকল্পের আওতায় ৫৬ লাখ টাকা ব্যায়ে একটি ব্রীজ করা হয়েছিলও যা ভেঙ্গে এখন লন্ডভন্ড হয়েগেছে ঈদে ঘরমুখী মানুষের দাবী চর বাঁচাও রাস্তা দাও এ স্নোগানে চরমুধুয়া সড়ক রক্ষার দাবীতে গ্রামের মানুষজন সোচ্ছার। সত্যিকার অর্থেই হাজারও কৃষক পড়েছে চর বিপাকে ।

অস্তিত্ব সংকটে চরমুধুয়া সড়ক ও ব্রীজচরমুধুয়া নামাপাড়া সড়কচরমুধুয়া সড়ক ও ব্রীজনকলা
Comments (0)
Add Comment