নকলা প্রতিনিধি : শেরপুর জেলার নকলা উপজেলায় একটি মডেল মার্কেট তৈরী করা হয়েছে । যা বানেশ্বর্দী ইউনিয়নে বাউশা বাজারে অবস্থিত সাবেক সফল কৃষি মন্ত্রী বর্তমান কৃষি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শেরপুর দুই নকলা নালিতাবাড়ি আসনের এমপি বেগম মতিয়া চৌধুরী এ মার্কেটটি তৈরী করার জন্য পরামর্শ দিয়েছেন । সে অনুযারী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এল জি ই ডি নকলা শেরপুরের আওতায় ২ কোটি ১২ লাখ টাকা ব্যায়ে মডেল মার্কেটটি তৈরী করা হচ্ছে ২য় তলায় সেখানে ঐ এলাকার মানুষ নিচে হাট বসাবে উপরে মার্কেটের অন্যন্য স্থায়ী পণ্যাদী বেচা কেনা করবে।
বেগম মতিয়া চৌধুরীর শুশুর বাড়ির এলাকায় এধরনের মার্কেট নির্মাণ এলাকার মানুষের দৃষ্টি কেড়েছে । এলাকার চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত বলেছেন উন্নয়নের জন্য আমাদের সাবেক সফল মন্ত্রী কৃষি জনাব বেগম মতিয়া চৌধুরী সর্ব দিকে আলোচিত তার ধারা নকলার উল্লেখ্য যোগ্য উন্নয়ন হয়েছে। নকলা উপজেলা প্রকৌশলী এল জি ই ডি আরেফিন পারভেজ বলেন এ একটা মডেল মার্কেট যা জনগনের উপকার বয়ে আনবে, কাজের দেখা ভাল দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী মেহেদী হাসান বলেছেন অনেক দেখাশুনা করে কাজটি সমাপ্ত করছি যাতে এলাকার মানুষ কাজটির প্রশংসা করে ।