নকলা (শেরপুর) প্রতিনিধি: ঈদ যতই ঘনিয়ে আসছে ততই ভিড় বেড়ে যাচ্ছে শপিং মলে শিশু নারী পুরুষ সকল বয়সের মানুষ মার্কেট ও বিপনী বিতান গুলিতে নজীর বিহীন ভীড় করছে। শেরপুর জেলার নকলা উপজেলার মার্কেট গুলিতে সকাল থেকে রাত ১২ টা পর্যন্ত চলছে ধুমধাম বিক্রি । সরকার কর্তৃক লকডাউন ঘোষনা করা হলেও নেই এখানে লকডাউনের প্রতিবন্ধকতা। হাজার হাজার নারী পুরুষ মাক্স বিহীন ঈদের কেনাকাটা করছেন এভাবেই । প্রতিটি কাপড়ের দোকানে ও তৈরী পোশাকের দোকানে দামের চেয়ে ২০০ টাকা ৫০০ টাকা ১০০০ টাকা বাড়তি দাম হাতিয়ে নিচ্ছেন শপিংমল ব্যবসায়ীরা । দোকানীরা বাড়তি চাপ সামলাতে প্রতিটি দোকানে অতিরিক্ত কর্মচার্রী নিয়োগ করছেন। যে দোকানে ৩জন ছিল,সেখানে বেচাকেনার জন্য ১০/১২জন করে কর্মী নিয়োগ করেছেন অসৎ ব্যবসায়ীরা ।