মোশাররফ হোসেন, মদন, নেত্রকোণা : নেত্রকোণা জেলা মদন পৌরসভার ৯নং ওয়ার্ডের মনোহরপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে সৈয়দ আলী ৮০ বৎসর বয়সে দীর্ঘদিন অসুস্থ থাকায় তার দুটি পা কেটে ফেলা হয়েছে। বর্তমানে তিনি মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অবস্থায় আছে। গত ২২শে মে দৈনিক “আমাদের সময়” এর উপজেলা প্রতিনিধি শহীদুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃদ্ধের দুটি পা কাটা ছবি প্রচার করেন। তারই প্রেক্ষিতে দৃষ্টি আকর্ষণ করে মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মৃত হাবিবুর রহমান সাহেবের সুযোগ্য সন্তান নকলা থানার অফিসার ইনচার্জ মোঃ মুশফিকুর রহমান (হিমু) মানবতার সেবায় এগিয়ে ৮০ বৎসর বৃদ্ধের পাশে দাঁড়ান। তাকে একটি হুইল চেয়ার উপহার দেন।
তিনি এ প্রতিনিধিকে বলেন, আমাদের মতো দায়িত্বশীল সচেতন নাগরিকের প্রতি অনুরোধ থাকবে প্রত্যেকে যেন এমন অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ২৫শে মে মদন পৌরসভার বর্তমান কাউন্সিলর ঈশা খাঁন অফিসার ইনচার্জ এর প্রতিনিধি হিসেবে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে বৃদ্ধ সৈয়দ আলীকে হুইল চেয়ার বুঝিয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক প্রমুখ।