নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় ফেন্সিডিল সহ ২ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র্যাব-১২ । মঙ্গলবার ২৩ মার্চ গোপন সাংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ঘুরকা বেলতলা বাজারস্থ পরিতোষের মিষ্টির দোকানের সামনে ঢাকা টু বগুড়া মহাসড়কের পূর্ব পাশে পাকা রাস্তার উপর অস্থায়ী চেক পোষ্ট স্থাপণ করে যানবাহন তল্লাসির এক পর্যায় ঢাকাগামী একটি যাত্রীবাহী শ্যামলী পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-২৬৩৯) তলাশি করে ৫০ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।
এছাড়া ও তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল এবং নগদ ৮০০০/-(আট হাজার টাকা) জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী ১। মো: মতিয়ার রহমান মন্ডল (৪২), পিতা সিরাজ উদ্দিন, সাং- ধনশাহ, থানা-বিরামপুর, জেলা- দিনাজপুর। ২। মো: রাশিব হাসান (১৬), পিতা এবাদত হোসেন, সাং- সরদার পাড়া, থানা-বদরগঞ্জ, জেলা- রংপুর। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্র্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ১৪(খ) ধারায় উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।