নিজস্ব প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলার ঘোপসেলেন্দা নদী ভাঙ্গনের প্রতিরোধকল্পে ১২০০০ বস্তা জিও ব্যাগ ফেলানোর উদ্বোধন করেন পাবনা-২ (সুজানগর -বেড়া ) আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির । গতকাল ১৭ জুলাই পাবনার বেড়া উপজেলার ঘোপসেলেন্দা যমুনা নদীতে ভাঙ্গন রোধ প্রকল্পে অস্থায়ীভাবে জিও ব্যাগ ফেলা হয়। যমুনা নদীতে জিও ব্যাগ ফেলানো কাজের উদ্বোধন করার সময় উপস্থিত ছিলেন বেড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: আব্দুল হামিদ সহ দলীয় নেতাকর্মী ।
এছাড়া সাংসদ আহমেদ ফিরোজ কবির পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের তালিমনগর গ্রামে বন্যা কবলিত এলাকা ও
সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের সুলতানগেট ক্ষতিগ্রস্থ রাস্তা পরিদর্শন করেন । এসময় উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা চেয়ারম্যান ও সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহিনুজ্জামান শাহীন, সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলী,সাগরকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শাহীন চৌধুরী, সুজানগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন,উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য কার্যকরী সদস্য এ,এফ মনিরুল ইসলাম তরুণ প্রমূখ ।