পাবনা প্রতিনিধি : পাবনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে জেলা আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১১ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স’র পরিচালনায় বক্তব্য দেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক তৌফিকুল আলম তৌফিক, জেলা শ্রমিকলীগের সভাপতি ফুরকান আলী, জেলা যুব মহিলা লীগের সভাপতি আরেফা খানম শেফালী, জেলা যুবলীগের আহ্বায়ক আলী মূর্তজা বিশ্বাস সনি , জেলা স্বেচ্চাসেবক লীগের সভাপতি আহমদ শরীফ ডাবলু, জেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক শিবলী সাদিক, জেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলী, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন দলের নেতা কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রী চন্দন কুমার চক্রবর্তী, যুগ্ন সম্পাদক এডভোকেট বেলায়েত আলী বিল্লু উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন, সাবেক পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধান, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামাল হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক ওবায়দুল হক, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা লিয়াকত আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শাওয়াল বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট তসলিমা সুমন, সাধারণ সম্পাদক শাহাজাহান মামুন সহ আরো অনেকেই।