পাবনা প্রতিনিধি : এইচআইভি এইডস প্রতিরোধে করণীয় শীর্ষক পেশাজীবিদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। পাবনার সিভিল সার্জন কার্যালয়ের সন্মেলন কক্ষে বুধবার লাইট হাউস এর উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহেদ পারভেজ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোঃ নুরুল ইসলাম ও গীতা পাঠ করেন ঠাকুর রতন কুমার। লাইট হাউসের পাবনা অঞ্চলের কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য ও মাল্টিমিডিয়া প্রেজেন্ট করেন ব্যবস্থাপক মোঃ আরফিুর রহমান আরিফ।
অন্যান্য‘র মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ খায়রুল কবির, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হাই, সাংবাদিক ও উন্নয়ন কর্মি কামাল সিদ্দিকী, পৌরসভার প্যানেল মেয়র আফরোজা খাতুন, আসিয়াবের প্রোগ্রাম পরিচালক আাব্দুল সামাদ, শামসুল হুদা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক লিমন আমীর, সামাজিক সংগঠন অল ইন ওয়ান প্লাট ফর্মের এডমিন জামিল আহমেদ, ব্যবসায়ী অনুজা সাহা, হাজেরা খাতুন উচ্চবালিকা বিদ্যালয়ের শিক্ষক সালমা সুলতানা, আইনজীবি ফাহিমা সুলতানা, সিবিও নেত্রী মিথিলা জাহান, প্রতীক মহিলা ও শিশু সংস্থার সাধারন সম্পাদিকা মাহি রহমান প্রমুখ। সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরী জেন্ডার ও সেক্স বিষয়ের ধারণা তুলে ধরে যৌনবাহিত রোগ সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহবান জাহান। প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক শাহেদ পারভেজ বলেন সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে লাইট হাউস যে ভাবে কাজ করছে সেটা প্রসংনীয়। তবে তাদের তৃণমূল পর্যায়ের মানুষদের নিয়ে আরো বেশি বেশি কাজ করলে এইচআইভি রোধে সহায়ক ভূিমকা পালন করা সম্ভব।