পাবনা সদরের গাছপাড়ায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০২১ উদযাপন

পাবনা প্রতিনিধি : পাবনা জেলার সদর উপজেলায় বেসরকারী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের ০৫৩ নম্বর পাবনা ইউনিটের সহযোগীতায় গাছপাড়া গ্রামে মিষ্টি-২ মহিলা সমিতির সদস্যদের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০২১ উৎযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও শোভা যাত্রার আয়োজন করা হয়। এই বছর প্রতিপাদ্য বিষয় ছিল ”নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ্য-সবল বাংলাদেশ গড়ি”। আলোচনার সময় স্যানিটেশন, নিরাপদ পানি ও হাইজিনের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা করেন মোছাঃ নুরজাহান খাতুন, উপ-সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পাবনা সদর উপজেলা এবং মোঃ আক্তারুজ্জামান মনিটরিং অফিসার এ্যাকসেস প্রকল্প (ওয়াশ) ওয়েভ ফাউন্ডেশন। এছাড়াও আলোচনা করেন মোঃ আতিয়ার রহমান ইউনিট ম্যানেজার ও মোঃ আলমগীর হোসেন হিসাব ও প্রশাসনিক কর্মকর্তা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ভেফলপমেন্ট অফিসার মোঃ সেলিম রেজা ও গাছপাড়া গ্রামের সাধারণ নারী-পুরুষ এবং ছাত্র-ছাত্রীরা। আলোচনার শেষে সমিতির সভা নেত্রীর নেতৃত্বে শোভা যাত্রা করা হয়। অনুষ্ঠানটির আর্থিক ভাবে সহযোগীতা করেন ওয়াটার ডট ওআরজি। অনুষ্ঠানের সার্বিক নির্দেশনায় ছিলেন রিজিওনাল ম্যানেজার মজিবর রহমান ও প্রকল্প সমন্বয়কারী মোঃ সাহেদ জামাল।

পাবনা সদরের গাছপাড়ায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০২১ উদযাপন
Comments (0)
Add Comment