পাবনা প্রতিনিধি : শিক্ষা বাজেট শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার পাবনা অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বাঁচতে ও গণ সাক্ষরতা অভিযানের আয়োজনে এবং এডুকেশন আউটলাউড-এএসএ প্রজেক্টের সহযোগীতায় কোভিড-১৯ মহামারীর কারণে বিগত প্রায় দেড় বছর যাবৎ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষা ব্যবস্থায় চ্যালেঞ্জ তৈরী প্রেক্ষিতে প্রান্তিক জনগোষ্ঠির আয় কমে যাওয়ার ফলে তাদের ছেলে-মেয়েদের লেখা-পড়া এবং জীবণ জীবিকা বিভিন্ন ভাবে বাধা গ্রস্থের কারণে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থায় নানা ধরনের প্রত্যয় নিয়ে এই শিক্ষা বাজেট সংক্রান্ত মত বিনিময় অনুষ্ঠিত হয়। জ্যোষ্ঠ সাংবাদিক অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর মহা সচিব আব্দুল মতীন খানের সভাপতিত্বে সভায় প্রধান ও বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা এসএম মোসলেম উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মনছুর রহমান। বাঁচতে চাই’র নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু স্বাগত বক্তব্য রাখেন। বাজেট সংক্রান্ত তথ্য-উপাত্ত নিয়ে মাল্টিমিডিয়া প্রজেন্ট করেন গন সাক্ষরতা অভিযানের উপ-কার্যক্রম ব্যবস্থাপক মোঃ আব্দুর রউফ। সভায় সাধারন শিক্ষা খাত ও কারিগরী শিক্ষা খাতের বরাদ্দ পৃথক ও বাজেটে বরাদ্দ বৃদ্ধি, ঝড়ে পড়া পড়া শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনার প্রয়োজনীয় পদক্ষেপসহ শিক্ষার গুণগত মান বৃদ্ধির দাবী জানান অংশ গ্রহনকারীরা। মুক্ত আলোচনায় অংশ নেন এবং নানা নানা সুপারিশ তুলে ধরেন কৃষিবিদ অধ্যাপক জাফর সাদেক, অধ্যাপক আব্দুদ দাইয়ান, প্রভাষক গোলাম মোস্তফা, জন প্রতিনিধি তমা ইসলাম পুষ্প, বিশ্ব বার্তা সম্পাদক শহীদুর রহমান শহীদ, সূচনার পূর্নিমা ইসলাম, আসিয়াবের আব্দুস সামাদ, শিক্ষক দীপালী রানী সরকার, শিক্ষক হেলেনা খাতুন, আমিরুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভা সঞ্চালনা করেন সাংবাদিক ও উন্নয়ন কর্মি কামাল সিদ্দিকী।
#