খাইরুল ইসলাম জিহান : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পাবনা স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে গভীর শ্রদ্ধার সাথে “মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ দুর্জয়” পুষ্পস্তবক অর্পণ ও বিজয় র্যালি করা হয়।
সকাল ৯.৩০ মিনিটে পাবনা প্রেসক্লাবের সামনে থেকে র্যালিটি বের হয়ে, পাবনা শহর প্রদক্ষিণ করে দূজর্য় সৃত্মিসৌধে ফুলের শ্রদ্ধা নিবেদন করে।
র্যালিতে উপস্থিত ছিলেন পাবনা স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা, পাবনা চেম্বার অফ কমার্সের সহ সভাপতি আলী মূর্তজা বিশ্বাস সনি, পাবনা চেম্বার অফ কমার্সের সভাপতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য সাইফুল ইসলাম।
এতে সভাপতিত্ব করেন পাবনা স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি অনিক হাসান, পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুল ইসলাম জিহান প্রামাণিক । এ সময় আরো উপস্থিত ছিলেন, অনান্য নেতৃবৃন্দ।