৫১১ গ্রাম হেরোইন’সহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৫১১ গ্রাম হেরোইন’সহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : ৫১১ গ্রাম (পাঁচশত এগারো) গ্রাম অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য হেরোইন’সহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার। গতকাল ২৬ জানুয়ারি তারিখ ২০.৩৫ ঘটিকার সময় র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা, র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায় এর নেতৃত্বে ‘‘পাবনা জেলার সদর থানার লস্করপুর বটতলা সাকিনস্থ মোঃ হযরত খাঁন (৩২) এর মুদির দোকানের সামনে পাঁকা রাস্তার উপর’’ অভিযান পরিচালনা করে শীর্ষ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী ০১। মোছাঃ রেহানা খাতুন (৪২), স্বামী মোঃ মোকলেছুর রহমান @ মুকুল, সাং-মহিষালবাড়ী (সাগরপাড়া), ০২। মোঃ কাওসার (১৮), পিতা আঃ রহিম, সাং-সমাষপুর (নতুনপাড়া), উভয় থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী’দ্বয় গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক আসামীদ্বয়ের নিকট হতে ৫১১ (পাচঁশত এগারো) গ্রাম হেরোইন, মোবাইল ফোন-০২ টি, সীম-০৩ টি, নগদ-৭০০/- টাকা সহ উদ্ধার করে। ধৃত আসামীদ্বয়’কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন তাহাদের হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। এ সংক্রান্তে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।

 

৫১১ গ্রাম হেরোইন'সহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Comments (0)
Add Comment