নিজস্ব প্রতিনিধি : ১২৫ পিচ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ১ জন গ্রেফতার । আজ ১২ ফেব্রয়ারি, ২০২২ তারিখ ১৪.৪৫ ঘটিকার সময় র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায় এর নেতৃত্বে ‘‘পাবনা জেলার ঈশ্বরদী থানার বাঘইল সাকিনস্থ মোঃ রবিউল ইসলাম (৩২) এর বসত বাড়ীর উত্তর পাশে জনৈক মোখলেচুর রহমান এর আম বাগানের সামনে পাঁকা রাস্তার উপর’’ অভিযান পরিচালনা করে ধৃত আসামী ১। মোঃ রজব আলী (২০), পিতা-মৃত ইয়াকুব সরদার, সাং-বাঘইল (সরদার পাড়া), থানা- ঈশ্বরদী, জেলা- পাবনা’কে থানায় হাজির করতঃ ধৃত আসামী ও পলাতক আসামী ২। মোঃ সেলিম (২৫), পিতা- মোঃ আমিরুল ইসলাম, সাং-বাঘইল (সরদার পাড়া), থানা- ঈশ্বরদী, জেলা-পাবনাদ্বয়ের বিরুদ্ধে বিরুদ্ধে পাবনা জেলার ঈশ্বরদী থানায় মাদক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার পূর্বক ১নং আসামীর নিকট হতে ১২৫ (একশত পঁচিশ) পিচ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজের হেফাজতে রেখে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। এ সংক্রান্তে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পাবনা জেলার ঈশ্বরদী থানায় এজাহার দায়ের করা হয়েছে।