পাবনায় ফ্যামিলি কার্ডে টিসিবি পণ্য বিক্রয় শুরু

রফিকুল ইসলাম সুইট : পাবনায় রমজানে তৃর্ণমুল পর্যায়ে নিম্ন আয়ের দেড় লক্ষ মানুষের মধ্যে ফ্যামিলি কার্ডেও মাধ্যমে টিসিবি পণ্য বিক্রয় শুরু হয়েছে। রবিবার সকালে পাবনা পৌরসভাধীন জিসিআই হাইস্কুল টিসিবি পন্যের বিক্রয় কার্যক্রম উদ্বোধন করে পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি। এসময় ক্রেতাদের মধ্যে উৎফুল্লতা দেখা যায়।

পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধানের সভাপতিত্বে অনুষ্টানে উপস্থিত ছিলেন, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আপরোজা আকতার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারোফ হোসেন, ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল হক, পৌর সচিব দুলাল উদ্দিন, প্রকৌশলী মো. সাইফুল ইসলাম প্রমূখ।

জেলা প্রশাসন সুত্রে জানাযায়, পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী কতৃর্ক ঘোষিত সমগ্র বাংলাদেশে তৃর্ণমুল পর্যায়ে নি¤œ আয়ের প্রায় ১ কোটি পরিবারের মধ্যে টিসিবি পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম । পাবনায় জেলায় ৯ টি উপজেলায় ও ৯টি পৌরসভায় ২০৫ টি পয়েন্টে ১ লক্ষ ৪৫ হাজার ৬৯৭ টি ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রয় করা হয়। প্রথমধাপে প্রত্যেক কার্ডধারী ২ কেজি মশুরের ডাল, ২ লিটার সোয়াবি তেল, ২ কেজি চিনি ক্রয় করতে পারবে। দ্বিতীয় ধাপে প্রত্যেক কার্ডধারী ২ কেজি মশুরের ডাল, ২ লিটার সোয়াবি তেল, ২ কেজি চিনি, ২ কেজি ছোলা ক্রয় করতে পারবে। মশুরের ডাল ৬৫ টাকা, ১১০ টাকা সোয়াবি তেল, ৫৫ টাকা চিনি, ছোলা ৫০ টাকা দরে বিক্রয় হবে। ৩০ জন ডিলারের মাধ্যমে এসব পণ্য বিক্রয় হয়। কার্ডধারীরা ২ ধাপে পণ্য ক্রয় করতে পারবে। নিদিষ্ট দিনে পণ্য ক্রয় না করলে ঐ ধাপে আর কিনতে পারবে না। জেলার সকল পয়েন্টে সুষ্টভাবে কার্যক্রম সম্পন্ন হয়েছে।

পাবনা পৌর মেয়র বলেন, টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করতে পৌরসভার সকল কাউন্সিলর কর্মকর্তা গণ সচেষ্ঠ ছিল। সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে প্রথম দিন শেষ হয়েছে। পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি বলেন, পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী কতৃর্ক ঘোষিত সমগ্র বাংলাদেশে তৃর্ণমুল পর্যায়ে নিম্ন আয়ের প্রায় ১ কোটি পরিবারের মধ্যে টিসিবি পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম একটি মহৎ উদ্যোগ।

পাবনায় ফ্যামিলি কার্ডে টিসিবি পণ্য বিক্রয় শুরু
Comments (0)
Add Comment