রফিকুল ইসলাম সুইট : যথাযথ মর্যাদায় পাবনায় পালিত হয়েছে গণ হত্যা দিবস। শুক্রবার পাবনা জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, আলোক চিত্র প্রদর্শন, নিহতদের স্মরণে দোয়া মাহফিল, মমবাতি প্রজ্জলন, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসুচী পালিত হয়।
জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার শফিকুল ইসলাম জানান, দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা, আলোক চিত্র প্রদর্শন হয়। মসজিদে নিহতদের স্মরণে দোয়া মাহফিল, দূর্জয় পাবনায় মমবাতি প্রজ্জলন এবং স্বাধীনতা চত্তরে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসুচী পালিত হয়।
পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, পাবনা সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, ডিডিএলজি মোকলেসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজ আকতার, বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী , সদর ইউএনও তহমিনা আকতার রেইনা প্রমুখ।