পাবনা প্রতিনিধি : নিজেদের কাজ নিজেরা করি-স্বনির্ভর পল্লী সমাজ গড়ি, এই স্লোগানকে সামনে রেখে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় পাবনা জেলার ৩টি উপজেলার ৪টি স্বনির্ভর পল্লী সমাজে ট্যাব বিতরণ করা হয়েছে। আজ রোববার পাবনা সদর উপজেলায় মালিগাছা ইউনিয়নের ২৫ নং ধরবিলা ক্ষুদ্রমাটিয়ারা পল্লী সমাজের সভাপ্রধান মোছা: তাছলিমা খাতুনের সভাপতিত্বে ট্যাব বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন আইসিটি চ্যাম্পিয়ন রুনা আক্তার । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মাসুদ রানা, পল্লী সমাজের ট্যাব দেওয়ায় ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এই ট্যাব বিতরণ মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপী আইসিটি নলেজ বৃদ্ধির উদ্যোেেগর কাজ আরো এগিয়ে নিয়ে যাবে এবং গ্রামীণ জনগোষ্ঠির নারী সমাজের স্বনির্ভরতা বেড়ে যাবে। আমরা যেখানে সবচেয়ে দুর্বল সেটা হলো ডকুমেন্টেশন তৈরীতে। এই ট্যাব সঠিক ও সময়োপযোগী ডকুমেন্টেশনে সহায়তা করবে। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মফিজ উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সিনিয়র জেলা ব্যবস্থাপক মিঃ লুইস গমেজ, সেক্টর স্পেশালিষ্ট হাসিনা আকতার, জনপ্রতিনিধি রুলিয়া খাতুন, লতিফা আক্তার রিতা প্রমুখ। অনুষ্ঠানে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মাধ্যমে ২ জন করে আইসিটি চ্যাম্পিয়ানকে মোট ৮ জন ও ৪ জন সভাপ্রধানের হাতে ট্যাব তুলে দেওয়া হয়। অন্য তিনটি পল্লী সমাজ হলো নারায়নপুর পল্লী সমাজ, সুজানগর, পাবনা। চররুপপুর পল্লী সমাজ ও দিয়ার শাহাপুর পল্লী সমাজ, ঈশ্বরদী, পাবনা।