পাবনা প্রতিনিধি : মাদক ব্যবসা বন্ধের দাবিতে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী। সোমবার সকালে সদর উপজেলার মহেন্দ্রপুর এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন তারা।
পরে আব্দুর রউফের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, এলাকার কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ী দিনের পর দিন মাদক ব্যবসা চালিয়ে আসছে। তাদের বিষয়ে প্রশাসনও উদাসীন। অবিলম্বে মাদক ব্যবসা বন্ধ ও তাদের গ্রেপ্তারের দাবি জানান এলাকাবাসী। এ সময় বক্তব্য দেন, আব্দুল বারিক, আব্দুল গফুর, রবিউল ইসলাম প্রমুখ।
এদিকে, বিক্ষোভ চলাকালে পাবনা বাস টার্মিনাল এলাকায় উত্তেজিত জনতার হাতে চাঁদু নামের এক মাদক ব্যবসায়ী গণধোলাইয়ের শিকার হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এ বিষয়ে পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এলাকায় যারা মাদক ব্যবসা করে তাদের বেশ কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি যারা আছে তাদেরও নজরদারিতে রাখা হয়েছে। এটা নিয়ে এলাকায় গ্রুপিং আছে। আমরা সববিষয় মাথায় রেখে তদন্ত করে দেখছি।