পাবনা শীতের তীব্রতায় জনজীবনে স্থবিরতা

রফিকুল ইসলাম সুইট : পাবনায় মৃদ শৈত প্রবাহে বিপর্যস্থ হয়ে পড়েছে জনজীবন। স্থবিরতা দেখা দিয়েছে সাধারণ মানুষের স্বাভাবিক কাজকর্মে। দুপুরে ঘন্টা খানিক রোদেও দেখা মিললেও শীতের তীব্রতা কমে নাই। শীতের তীব্রতায় সন্ধ্যার পর জনশূন্য হয়ে পড়ছে শহর-বাজার।
বৃহস্পতিবার পাবনা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হক জানান জানান, কয়েকদিন থেকে এ জেলার তাপমাত্রা নিম্নমুখী। বৃহস্পতিবার সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন ছিল ১০ ডিগ্রি। তাপমাত্রা দিন দিন আরও কমবে বলে মনে হচ্ছে।

সিভিল সার্জন ডা. মনিসর জানান, শীতে কিছুটা সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। আমরা এ ব্যাপারে সজাগ রয়েছি। পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন জানান, শীত নিবারণে ইতিমধ্যেই ৪১ হাজার কম্বর বিতরণ করা হয়েছে। বেসরকারি ভাবেও বেশ কিছু প্রতিষ্ঠান শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মানুষের দুর্ভোগ লাঘবে জেলা প্রশাসন সচেষ্ট রয়েছে। সকল বিভাগকে সচেতন থাকতে বলা হয়েছে।

শীত
Comments (0)
Add Comment