নিজস্ব প্রতিনিধি: পাবনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পইন কার্যক্রম নিয়ে সাংবাদিকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি ) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরীর সভাপতিত্বে ও ইপিআই সুপারিনটেনডেন্ট মো: দুলাল উদ্দিনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব রাখেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা সামিউল আলম।
ক্যাম্পইনের কার্যকরিতা ও এর উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন ডাঃ খাইরুল কবির। জেলায় কর্মরত প্রায় অর্ধশত সাংবাদিক এ সময় উপস্থিত ছিলেন।
আগামী ২০ ফেব্রুয়ারি থেকে এই কার্যক্রম শুরু হবে। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৫০ হাজার ৯শ’ জন শিশুর ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩ লক্ষ ৭০ হাজার ৯শ ৪৯ জন শিশু লক্ষ মাত্রা ধরা হয়েছে। এছাড়া ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সর্বমোট প্রায় ৪ লক্ষ ২০হাজার ৮শ শিশুর লক্ষমাত্রা ধরা হয়েছে।
জেলায় মোট ১৮৬২টি টিকাদান কেন্দ্রে ৩৬৫৪ জন সেচ্ছাসেবী ৭২৬ জন মাঠকর্মী এই কার্যক্রমের সহযোগিতা করবেন।
দিনব্যাপী এই কার্যক্রম সফল করতে প্রচার প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে গণমাধ্যম কর্মীদের নিকট আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।