পাবনা প্রতিনিধি : পাবনায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে পাবনা জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজনে জেলা প্রশাসনের কার্যালয়ের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্যদেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি,অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, পাবনা সংবাপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, জেলা হোটেল রেস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ প্রামানিক বাচ্চু, ক্যাবের সাধারন সম্পাদক এস এম মাহাবুব আলম সহ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, এখন ও অনেক ভোক্তা তাদের অধিকার সম্পর্কে জানেনা। জনসচেতনা বৃদ্ধি করার জন্য প্রশাসন, সাংবাদিক, ব্যবসায়ী সহ সবাইকে কাজ করতে হবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে হবে।