পাবনায় এইচআইভি এইডস প্রতিরোধে করণীয় শীর্ষক পেশাজীবিদের সচেতনা মূলক সভা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি : এইচআইভি এইডস প্রতিরোধে করণীয় শীর্ষক পেশাজীবিদের সাথে সচেতনতা মূলক এক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। পাবনার সিভিল সার্জন কার্যালয়ের সন্মেলন কক্ষে ৮জুন, বৃহস্পতিবার ঢাকা আছা্নিয়া মিশনের উদ্যোগে প্রায়োরাটাইজড এইচআইভি প্রিভেনশন এন্ড ট্রিটমেন্ট সার্ভিসেস ফর কি পপুলেশন ইন বাংলাদেশ প্রকল্পের কার্যক্রম ,লক্ষীত জনগোষ্টির সঠিক সেবা ও অধিকার রক্ষায় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ধর্মীয়নেতা, শিক্ষক, আইনজীবি, স্বাস্থ্য সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও মানবাধিকারকর্মীদের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফ আহমেদ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা মো: নুরুল ইসলাম। ঢাকা আছা্নিয়া মিশনের পরিচালিত পাবনা অঞ্চলের কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য ও মাল্টিমিডিয়া প্রেজেন্ট করেন ব্যবস্থাপক মোঃ আরফিুর রহমান আরিফ।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, টেবুনিয়া শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি এইচ, কে, এম আবু বকর সিদ্দিক, শহর সমাজসেবা কর্মকর্তা মো: হাফিজ আহমেদ, পৌর কাউন্সিলর আনোয়ারা রহমান আনু, সাংবাদিক ও উন্নয়ন কর্মি কামাল সিদ্দিকী, সুচিতার নির্বাহী পরিচালক নাসরিন পারভীন, এড. ফাহিমা সুলতানা রেখা প্রমুখ।

সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরী জেন্ডার ও সেক্স বিষয়ের ধারণা তুলে ধরে যৌনবাহিত রোগ সম্পর্কে সবাইকে সচেতনতার পাশাপাশি এইডস আক্রান্ত মেল টু মেল সেক্স ওয়ার্কার, সেক্স ওয়ার্কারদের সঠিক ভাবে চিহ্নিত এবং তাদের চিকিৎসা ও পূর্নবাসন, পেশা পরিবর্তন ঘটানোর সার্বিক সহায়তার জন্য ঢাকা আছা্নিয়া মিশনকে পাবনা অঞ্চলে আরো বেশি কাজের পরিকল্পনা গ্রহণের আহবান জানান। প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ লক্ষীত জনগোষ্টিকে আরো বেশি সম্পৃক্ত করার পরামর্শ দেন।

পাবনায় এইচআইভি এইডস প্রতিরোধে করণীয় শীর্ষক পেশাজীবিদের মত বিনিময় অনুষ্ঠিত
Comments (0)
Add Comment