সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমারে নগদ অর্থ ও ত্রান বিতরণ করা হয়েছে। ১১অক্টোবর সোমবার সকাল ১১ টার সময় ঠেংঙ্গামাড়া মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) এনজিওর আয়োজনে ও সহযোগিতায় উপজেলার হরিনচড়া ইউনিয়নে জামাত পাড়া নামক স্থানে আগুনে বাড়ি পোড়া ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে নগদ অর্থ ত্রাণ বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম নিজহাতে তিন হাজার করে টাকা, চাল, ডাল, আলু, লবন, তেল, মুড়ি, সাবান সহ নগদে অর্থ ত্রান বিতরণ করেন।
বিতরণ কালে উপস্থিত ছিলেন টিএমএসএস এর নীলফামারী এরিয়া ম্যানেজার রেজোয়ান আলী, সৈয়দপুরের জোনাল ম্যানেজার আনোযার হোসেন, ডোমার শাখা ব্যবস্থাপক রবিউল ইসলাম, ডোমার সহকারী শাখা ব্যবস্থাপক গোলাম রায়হান প্রমুখ। উল্লেখ্য গত ২১শে সেপ্টেম্বর অটোচার্জার ব্যাটারী বিষ্ফোরনে আগুনে বাড়ি পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ পরিবার মাঝেই এই সুবিধা প্রদান করাহয়।