সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমারে সনাতন ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার ১৯ শে মার্চ ডোমার উপজেলার হরিনচড়া ইউনিয়নের হংসরাজ সনাতনী যুব সংঘর আয়োজনে শালমারা বন্দরপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের পার্শ্বে বাবু হরিপদ রায়ের মিল চাতালে দোল পূর্ণিমা উপলক্ষে বাবু গোকুল চন্দ্র রায় এর সভাপতিত্বে এক বিরাট সনাতনী ধর্ম সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত ধর্মসভায় প্রধান আলোচক হিসেবে তত্ত্বনিয়ে কথা বলেন রায়ান চক্রবর্তী (শুভ), বিশেষ আলোচক হিসেবে কথা বলেন রতন চন্দ্র রায়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন, গোঁড়াচাদ অধিকারী, সাবেক সভাপতি ক্ষত্রিয় সমিতি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন হরিণচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা ও উপস্থিত ছিলেন পরিষদের মেম্বার গন, হরিনচড়া ইউনিয়ন শাখার আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি সম্পাদক বৃন্দ, সভায় ডোমার পুজা উদযাপন পরিষদের আহ্বায়ক বাবুরাম কৃষ্ণ বর্মন, সাবেক সভাপতি রামনিওয়াশ আগরওয়ালা, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি, সম্পাদক সহ হরি মন্দিরের সভাপতি অধির চন্দ্র রায়, চেয়রম্যান বড় ভাই সোহেল রানা প্রমুখ। সভা দিনের তিন ঘটিকায় শুরু হয়ে রাত ১২ টার পর সমাপ্তি ঘটে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক হরিপদ রায়।