শেখ আবদুল্লাহ, আনোয়ারা প্রতিনিধি : ঝুম-ঝুম বৃষ্টিতে হাড্ডা-হাড্ডি লড়াইয়ের মধ্যদিয়ে চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা প্রশাসনের আয়োজনে আনোয়ারা ক্রীড়া সংস্থা’র পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনূর্ধ-১৭) এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হলো হাইলধর ইউনিয়ন ফুটবল একাদশ।
মঙ্গলবার (১ জুন) বিকেলে আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। গত রাত থেকে ঝুম-ঝুম বৃষ্টি,মাঠ পানিতে থইথই, বেলা বাড়ার সাথে-সাথে বাড়তে তাকে বৃষ্টি। ঘড়ির কাঁটা চারটা ছুই-ছুই,তখনও মাঠের অস্তিত্ব পানির নিচে বিলীন। তবুও ঝড়-ঝাপটা উপক্ষে করে বাজলো রেফারির বাঁশি সেই সাথে শুরু হলো হাইলধর ইউনিয়ন ফুটবল একাদশ এবং বারাশাত ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যকার শ্বাস রূদ্ধকর খেলা,মাঠের চারপাশে দর্শকে ভরপুর গ্যালারি,আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা চলতে থাকে শেষের দিকে শেষমেশ রেফরির শেষ বাঁশি। দু’দলেই গোলের খাতায় শূন্য নিয়ে খেলা শেষ করে। তারপর খেলা গড়ায় ট্রায়বেকারে। ট্রায়বেকারে হাইলধর ইউনিয়ন ফুটবল একাদশের লৌহপ্রাচীর গোল কিপার মিঠু’র কাছে পরাস্ত হয়ে ৩-২ গোলে হার মানতে হয় বারশত ইউনিয়ন ফুটবল একাদশকে।
খেলা শেষে হাইলধর ইউনিয়ন ফুটবল একাদশের জয়ের হিরো গোলকিপার মিঠু’র হাতে ম্যান অব দ্যা ম্যাচ,হাইলধর ইউনিয়ন ফুটবল একাদশের অধিনায়ক নাহিদের হাতে ম্যান অব দ্যা টুর্ণামেন্ট,বারাশাত ইউনিয়নের খেলোয়াড় সাজিদের হাতে সেরা গোলদাতা,বারাশাত ইউনিয়ন ফুটবল একাদশের গোলকিপার কে সেরা গোলদাতা এবং বারাশাত ইউনিয়ন ফুটবল একাদশের কোচ জাহাঙ্গীরকে অতিথিরা সেরা কোচের পুরুষ্কার তুলে দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)তানভীর হাসান চৌধুরী, সহকারী পুলিশ সুপার (সার্কেল) আনোয়ারা মোঃ হুমায়ুন কবির, আনোয়ারা থানা অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার দেব, বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ , হাইলধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন চৌধুরী প্রমুখ।