নিজস্ব প্রতিনিধি : আব্দুল্লাহ-গালিব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাবনা ঈগলসের জয়। আজ ১৯ ফেব্রুয়ারি খেলায় অংশগ্রহণ করেন পাবনা ঈগলস বনান আব্দুল্লাহ-গালিব স্মৃতি একাদশ । আগে ব্যাট করতে নেমে আব্দুল্লাহ-গালিব স্মৃতি একাদশের বাসারের ৫৭ ও রক্তিমের ৬৮ রানের সুবাদে ৫০ ওভারে ২৪৬ রানের টার্গেট দেয়। জবাবে পাবনা ঈগলস ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায়। বল হাতে আব্দুল্লাহ-গালিব স্মৃতি একাদশের বাসার ৫ উইকেট নিলেও দল কে জয় এনে দিতে পারেনি কিন্তু এই কষ্টার্জিত জয় দিয়েও রান রেটে পিছিয়ে থাকার কারনে ফাইনালে উঠার সপ্ন ভেস্তে যায় পাবনা ঈগলসের। পেলেয়ার অফ দ্যা ম্যাচ হন বাসার। ৫ উইকেটের জন্য বাসার কে আজকের ম্যাচের বল উপহার দেন আব্দুল্লাহ-গালিব ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ইমরান ভাই ফাইনালে। মুখোমুখি হবে টাইটান্স বনান ত্রিরত্ন ক্লাব।