ক্রিকেট আম্পায়ার মোজাম্মেল হকের বিদায় সংবর্ধনা

নিউইয়র্ক (ইউএনএ): মা-মাটি আর পরিবারের টানে দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিওে গেলেন ক্রিকেট অ্যাম্পয়ার মোজাম্মেল হক। তার বিদায় উপলক্ষ্যে কুইন্সের একটি রেষ্টুরেন্টে বিপিএল অফ ইউএসএ’র পক্ষ থেকে এক বিদায় সংবর্ধনার অয়োজন করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ক্রিকেট অনুরাগী ও ক্রিকেট সংগঠক উপস্থিত ছিলেন। ব্যতিক্রমী ও অনাড়ম্বর আয়োজনে গত ২২ অক্টোবর বৃহস্পতিবার আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশী প্রিমিয়ার লীগ অফ ইউএসএ-এর প্রেসিডেন্ট সুমন খান, বিপিএল কমিটির সাধারণ সম্পাদক তানভীর ভূইয়ান, কোষাধ্যক্ষ ধ্রীতিমান চৌধুরী (অমিত), পরিচালক মোহাম্মদ জাসেম, প্রনয় শুভ্র দাস, সদস্য ফয়সাল আহমেদ, মোহাম্মদ সাহাদী, পলাশ রয়, সোহরাব হোসেন মিঠু, রাশেদুল খান সোহাগ, মোহাম্মদ সাইদুর এবং বায়েজীদ। এছাড়াও আম্পায়ার মোজাম্মেল হকের সুস্বাস্থ্য কামনা করে টেলিফোনে স্মৃতিচারণ করেন বিপিএল অফ ইউএসএ’র উপদেষ্টা সৈয়দ আল-আমির রাসেল, উপদেষ্টা আরিফুল হক ভূঁইয়া, তানভীর চৌধুী বাবু, মাজরান আলম, সৈয়দ ইমতিয়াজ আসিফ, সাহাদাদ হোসেন।

অনুষ্ঠানে আম্পায়ার মোজাম্মেল হক তার বক্তব্যে জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করে বলেন, ক্রিকেট খেলায় তার এই দীর্ঘ পথ চলায় অনেকের সাথে খারাপ ব্যবহার করেছেন মূলত খেলার জন্যই। এতে কাউকে কষ্ট দিয়ে থাকলে তাকে মাফ করে দেওয়ার অনুরোধ করেন। তার বক্তব্য চলাকালীর সময় এক আবেগময় পরিবেশের সৃষ্টি হয়। তার কথায় উঠে আসে অনেক উল্লেখযোগ্য ঘটনা। তিনি জানান, তার পরিবার বাংলাদেশে থাকেন, জীবনের বাকী সময়টা দেশে তার পবিরারের সাথে থাকার জন্য মন:স্থির করেন। এই জন্য তাকে নিউইর্য়ক ছাড়তে হচ্ছে।
ক্রিকেটে তার অসাধারণ অবদানের জন্য বাংলাদেশী প্রিমিয়ার লীগ অফ ইউএসএ (বিপিএল) এর পক্ষ থেকে তাকে বিপিএল-এর হ্যাট ও ক্রেস্ট প্রদান করা হয়। নৈশভোজের মধ্যদিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শেষ হয়।

উল্লেখ্য, মোজাম্মেল হক ২০১৩ সাল থেকে নিউইর্য়কে বসবাস করে আসছিলেন। নিউইর্য়কে থাকাকালীন সময়ে তিনি বাংলাদেশী ক্রিকেট লীগের আম্পায়ার হিসেবে কাজ করে আসছিলেন। পাশাপাশি তিনি স্কুল ক্রিকেট এবং কমনওয়েলথ ক্রিকেট লীগের ও আম্পায়ারিং করছিলেন। তিনি বাংলাদেশের জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং ইন্টারন্যাশানাল ক্রিকেট আম্পায়ার এনামুল হক মনির ভাই।

ইউএনএক্রিকেট আম্পায়ার মোজাম্মেল হকের বিদায় সংবর্ধনানিউইয়র্ক
Comments (0)
Add Comment