নিজস্ব প্রতিনিধি : পাবনায় ৪র্থ আব্দুল্লাহ-গালিব সৃতি ক্রিকেট টুর্নামেন্টে ফ্রেন্ডস ইউনাইটেডের ৪ উইকেটে জয়।
আজকের খেলায় মুখোমুখি হয়েছিল ফ্রেন্ডস ইউনাইটেড এবং বি বি ওয়ারিয়র্স রাজশাহী।
টসে জিতে ফ্রেন্ডস ইউনাইটেড বি বি ওয়ারিয়র্স কে ব্যাটিংয়ে পাঠায়। আগে ব্যাট করতে নেমে বি বি ওয়ারিয়র্স এর অভির ৬৬, সাগর অপরাজিত ৩৬ ও সুমনের ২৭ রানের সুবাদে ১০ উইকেট হারিয়ে ৪০.৫ অভারে ১৬৫ রান সংগ্রহ করে। এদিকে ফ্রেন্ডস ইউনাইটেডের হয়ে বল হাতে আসিক জুবায়ের ৪, সবজি ২ ও রক্তিম ২ টি করে উইকেট নেন।
১৬৬ রানের লক্ষে ব্যাট করতে নেমে ফ্রেন্ডস ইউনাইটেড ৬ উইকেট হারিয়ে ৩০.২ অভারে ১৬৮ রান করে। ব্যাট হাতে ফ্রেন্ডস ইউনাইটেডের অয়ন ৫০ ও আসিকুল ৩১ রান করেন। এদিকে বল হাতে সাগর ৩ টি উইকেট নেন।
আজকের খেলায় ফ্রেন্ডস ইউনাইটেড ৪ উইকেটে জয় লাভ করে।
ম্যাচ সেরা হয়েছেন ফ্রেন্ডস ইউনাইটেডের আসিক জুবায়ের ।