নিজস্ব প্রতিনিধি : পাবনায় ৪র্থ আব্দুল্লাহ-গালিব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে রুপম মেমোরিয়াল ক্লাবের ১২২ রানের বিশাল জয়।
আজকের (৪০ ওভারের) খেলায় মুখোমুখি হয়েছিল ফ্রেন্ডস ইউনাইটেড এবং রূপম মেমোরিয়াল ক্লাব।
টসে জিতে ফ্রেন্ডস ইউনাইটেড বল করার সিদ্ধান্ত নেয়। আগে ব্যাট করতে নেমে রুপম মেমোরিয়াল ক্লাব এর মারুফ ৬৫, নয়ন ৫২ ও সালাউদ্দিন এর ৩৩ রানের সুবাদে ৮ উইকেট হারিয়ে ৪০ অভারে ২৭০ রান সংগ্রহ করে। এদিকে ফ্রেন্ডস ইউনাইটেড এর হয়ে বল হাতে আসিক ৪ ও সজিব ২ টি করে উইকেট নেন।
২৭১ রানের লক্ষে ব্যাট করতে নেমে তুফান স্মৃতি সংঘ ১০ উইকেট হারিয়ে ৩১.২ ওভারে ১৪৮ রান করেন। ব্যাট হাতে ফ্রেন্ডস ইউনাইটেড এর ফাহিম ৩২ , রক্তিম ২৮ রান ও নিসান ২৪ করেন। এদিকে বল হাতে রুপম মেমোরিয়াল ক্লাব এর আবির ৪, মারুফ ৩ ও সজিব ১ টি করে উইকেট নেন।
আজকের খেলায় রূপম মেমোরিয়াল ক্লাব ১২২ রানে জয় লাভ করে।
ম্যাচ সেরা হয়েছেন রুপম মেমোরিয়াল ক্লাবের মারুফ ।