পাবনায় ৪র্থ আব্দুল্লাহ-গালিব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ১১৮ রানের বিশাল জয়

নিজস্ব প্রতিনিধি : পাবনায় ৪র্থ আব্দুল্লাহ-গালিব সৃতি ক্রিকেট টুর্নামেন্টে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ১১৮ রানের বিশাল জয়।

আজকের (৪০ ওভারের) খেলায় মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ক্রিকেট এক্সপ্রেস বগুরা।
টসে জিতে ক্রিকেট এক্সপ্রেস বগুরা বল করার সিদ্ধান্ত নেয়। আগে ব্যাট করতে নেমে মোহামেডান স্পোর্টিং ক্লাব এর সিহাব রিফাত ১২৩ অপরাজিত , রোয়েন এর ৩৯ রানের সুবাদে ৮ উইকেট হারিয়ে ৪০ অভারে ২০৭ রান সংগ্রহ করে। এদিকে ক্রিকেট এক্সপ্রেস বগুরার হয়ে বল হাতে সিহাব ৪ ও সকাল ২ টি করে উইকেট নেন।

২০৮ রানের লক্ষে ব্যাট করতে নেমে ক্রিকেট এক্সপ্রেস বগুরা ১০ উইকেট হারিয়ে ২৪.১ ওভারে ৮৯ রান করেন। ব্যাট হাতে ক্রিকেট এক্সপ্রেস বগুড়ার রিদয় ১৯ ও মুস্তাফিজ ১৬ রান করেন। এদিকে বল হাতে মোহামেডান স্পোর্টিং ক্লাব এর জীবন ৪, ইমরান ১ ও রাফসান ১ টি করে উইকেট নেন।

আজকের খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ১১৮ রানে জয় লাভ করে।

ম্যাচ সেরা হয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সিহাব রিফাত ।

আব্দুল্লাহ-গালিব সৃতি ক্রিকেট টুর্নামেন্ট
Comments (0)
Add Comment