পাবনায় ৪র্থ আব্দুল্লাহ-গালিব সৃতি ক্রিকেট টুর্নামেন্টে সাবার লায়ন্স এর ১৯৫ রানের বিশাল জয়

পাবনায় ৪র্থ আব্দুল্লাহ-গালিব সৃতি ক্রিকেট টুর্নামেন্টে সাবার লায়ন্স এর ১৯৫ রানের বিশাল জয়।

আজকের খেলায় মুখোমুখি হয়েছিল সাবার লায়ন্স এবং তুফান স্মৃতি সংঘ।
টসে জিতে তুফান স্মৃতি সংঘ বল করার সিদ্ধান্ত নেয়। আগে ব্যাট করতে নেমে সাবার লায়ন্স এর দিপ্ত ৫৭, রোহান ৫১ ও জারিফ এর ৪২ রানের সুবাদে ৭ উইকেট হারিয়ে অভারে ৩২২ রান সংগ্রহ করে। এদিকে তুফান স্মৃতি সংঘের হয়ে বল হাতে রাজা ৫ ও রানা ২ টি করে উইকেট নেন।

৩২৩ রানের লক্ষে ব্যাট করতে নেমে তুফান স্মৃতি সংঘ ১০ উইকেট হারিয়ে ৩২.৩ ওভারে ১২৭ রান করেন। ব্যাট হাতে তুফান স্মৃতি সংঘের অনিক ৬১ ও অর্নব ২৮ রান করেন। এদিকে বল হাতে সাবার লায়ন্স এর আয়ান ৫, নাইম ৩ ও দিপ্ত ২ টি করে উইকেট নেন।

আজকের খেলায় সাবার লায়ন্স ১৯৫ রানে জয় লাভ করে।

ম্যাচ সেরা হয়েছেন সাবার লায়ন্স এর আয়ান ।

আব্দুল্লাহ-গালিব সৃতি ক্রিকেট টুর্নামেন্ট
Comments (0)
Add Comment