পাবনায় ৪র্থ আব্দুল্লাহ-গালিব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে রূপম মেমোরিয়াল ক্লাবের ৩ উইকেটে জয়

নিজস্ব প্রতিনিধি : পাবনায় ৪র্থ আব্দুল্লাহ-গালিব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে রূপম মেমোরিয়াল ক্লাবের ৩ উইকেটে জয়।

৪র্থ আব্দুল্লাহ-গালিব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল রূপম মেমোরিয়াল ক্লাব এবং সাবার লায়ন্স।

টসে জিতে সাবার লায়ন্স আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। আগে ব্যাট করতে নেমে ফায়েজ এর ৪৩, মেঘ ২৪ ও রেদোয়ানের ১৪ রানের সুবাদে ১০ উইকেট হারিয়ে ৪৫.১ অভারে ১৩৭ রান সংগ্রহ করে। এদিকে রুপম মেমোরিয়াল ক্লাব এর হয়ে বল হাতে রিমন ৩, মারুফ ২ ও লিখন ২ টি করে উইকেট নেন।

১৩৮ রানের লক্ষে ব্যাট করতে নেমে রুপম মেমোরিয়াল ক্লাব ৭ উইকেট হারিয়ে ৪৬.৩ ওভারে জয়ের লক্ষে পৌঁছে যায় । ব্যাট হাতে রুপম মেমোরিয়াল ক্লাব এর মারুফ ৫৪ অপরাজিত, জাকির ২৭ ও গালিব অপরাজিত ২১ রান করেন।

আজকের খেলায় রূপম মেমোরিয়াল ক্লাব ৩ উইকেটে জয় লাভ করে।

ম্যাচ সেরা হয়েছেন রুপম মেমোরিয়াল ক্লাব এর মারুফ।

আব্দুল্লাহ-গালিব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট
Comments (0)
Add Comment