আল এনায়েত করিম রনি, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও ডিজিটাল ম্যারাথন এ্যাপস ডাউনলোড শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ। সারাদেশে একযোগে ডিজিটাল ম্যারাথন অনুষ্ঠানের জন্য এ্যাপসের মাধ্যমে প্রতিযোগীদের রেজিস্ট্রেশন করার উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য প্রস্তুতিমূলক সভা শেষে এ্যাপস ডাউনলোড সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা সেনানিবাসের লে. কর্ণেল হেদায়েত, লে. কর্ণেল রাকিব এবং মেজর মেহেদী। আগামি ২৮ ফেব্রুয়ারির মধ্যে সারাদেশে প্রায় ১০ লক্ষ প্রতিযোগীকে টার্গেট করে এই কর্মসূচি গ্রহন করা হয়েছে। কুড়িগ্রাম জেলার জন্য ১০ হাজার প্রতিযোগিকে ডিজিটাল ম্যারাথন এ্যাপসের আওতায় আনার জন্য প্রস্তুতিমূলক সভা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।