মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত পাবিপ্রবির ওয়েবিনারে নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী

0

নিজস্ব প্রতিনিধি : ২০২০ সালে বাংলাদেশ সহ পুরো বিশ্ব এক বিংশ শতাব্দীর সবচেয়ে ভয়াবহ মহামারীর ক্রান্তিকাল পার করছে। এই করোনা কালীন মহামারীর সময়ে বিশবিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম বন্ধ আছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ এই বিশ্ব করোনা মহামারীর সময়েও এই করোনা কালীন ক্রান্তি লগ্নে ছাত্র-ছাত্রীদের কে পড়াশুনার মধ্যে ধরে রাখা এবং পদার্থবিজ্ঞানকে ছাত্র-ছাত্রীদের মাঝে জনপ্রিয় করার জন্য বিশ্বের বিভিন্ন দেশের পদার্থবিজ্ঞানীদেরকে নিয়ে আন্তর্জাতিক ফিজিক্স ওয়েবিনার আয়োজন করে যাচ্ছে। বাংলাদেশের পদার্থবিদরা মনে করেন এই ওয়েবিনার গুলো পদার্থবিজ্ঞানের শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞানের বিভিন্ন শাখার উচ্চ শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইতিমধ্যে তারা ১০৩টি ওয়েবিনার সফলতার সহিত আয়োজন করেছে। ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। ২০২০ সাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ বা মুজিববর্ষ । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বিজয়ের দিবস উপলক্ষে আগামী ১৬ ই ডিসেম্বর একটি বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত হবে। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ওয়েবিনারে স্পীকার হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন ১৯৯৭ সালের নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী প্রফেসর উইলিয়াম ড্যানিয়েল ফিলিপস । যা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের জন্য একটি ঐতিহাসিক দিন। এই ওয়েবিনারটির মাধ্যমে দেশেরও দেশের বাহিরের পদার্থবিজ্ঞানের সকল ছাত্র-ছাত্রীরা নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানীর সান্নিধ্যে আসাতে পারবে এবং অনেক কিছু শিখতে পারবে।

ইতিমধ্যে এই আন্তর্জাতিক ফিজিক্স ওয়েবিনার গুলোতে বিশ্বসেরা পদার্থবিদরা বক্তব্য দিয়েছেন এবং ভবিষ্যতে আরও অনেক নামকরা পদার্থবিদরা বক্তব্য দিবেন। ওয়েবিনারগুলো পদার্থবিজ্ঞানের শিক্ষার্থীসহ বিজ্ঞানের সকল শাখার শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে । ওয়েবিনার বাংলাদেশ, ভারত, আমেরিকা, আর্জেন্টিনা, চিন, তাইওয়ান, অস্ট্রেলিয়া, গ্রিস, রোমানিয়া, সুইজারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ড, ফ্রান্স, জার্মানি,জাপান, কানাডা, যুক্তরাজ্য, তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দেশের পদার্থবিদদের কাছে সুখ্যাতি  অর্জন করেছে।

আন্তর্জাতিক ফিজিক্স ওয়েবিনার’র হোস্ট ড. প্রীতম কুমার দাস বলেন- বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। আর করোনাকালীন এই সময়ে সরকারের শিক্ষার ক্ষেত্রে যে অবদান তা ধরে রাখতে ও শিক্ষার্থীরা যেন বিজ্ঞান মনস্ক থেকে দূরে সরে না যায় সেইজন্য আমার ওয়েবিনার আয়োজন করা। পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছে পদার্থবিজ্ঞানকে প্রানবন্ত করতে আরো নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করবো । তিনি আরো বলেন, মুজিব শতবর্ষ ও বিজয়ের মাসে ১০০তম ওয়েবিনারে নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী প্রফেসর ডেভিড জে.ওয়াইনল্যান্ড এবং মহান  বিজয় দিবস উপলক্ষে নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী প্রফেসর উইলিয়াম ড্যানিয়েল ফিলিপস কে নিয়ে দুটি বিশেষ ওয়েবিনার আয়োজন করতে পেরে আমি ও পদার্থবিজ্ঞান বিভাগ অনেক আনন্দিত । আমি এমন একটি কাজ করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি এবং গর্ববোধ করছি। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.