শুধু করোনায় ক্ষতিগ্রস্তদেরকে মেস ভাড়ায় ছাড় দিবে রাজশাহী মহানগর মেস মালিক সমিতি

শুধু করোনা ক্ষতিগ্রস্তদেরকে মেস ভাড়ায় ছাড় দেওয়া হবে।

0

নিজস্ব প্রতিনিধি : সাম্প্রতিক এক নোটিশে এমনটা জানিয়েছে রাজশাহী মহানগরীর মেস মালিকদের সংগঠন রাজশাহী মহানগর মেস মালিক সমিতি। নোটিশে আরো বলা হয়েছে এপ্রিল, মে এবং জুন মাসের ভাড়া সম্পূর্ণ পরিশোধ করতে হবে। যে সব পরিবার করোনায় ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের ক্ষেত্রে মানবিক বিবেচনায় আলোচনা সাপেক্ষে ভাড়া নির্ধারন করবেন বা সর্বোচ্চ যতটুকু সম্ভব মওকুফ করবেন। জুলাই মাসের ভাড়া দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সমিতি আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত করবে বলে জানানো হয়েছে। মেস মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক সাক্ষরিত ঔই নোটিশে ভাড়া গ্রহণের ক্ষেত্রে মেস মালিকদের সদয় হওয়ার জন্যই আহবান জানানো হয়েছে। ২৮ মে অনুষ্ঠিত সমিতির সভায় এসব সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে জানানো হয়। সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা , রাজশাহী জেলার জেলা প্রশাসক মোঃ হামিদুল হক , রাজশাহী মহানগর মেস মালিক সমিতির সভাপতি মো. এনায়েতুর রহমান ,সহ- সভাপতি মো. জাহিদুর রহমান, মো. শাফিকুর রহমান, মো. বজলুর রহমান, সাধারণ সম্পাদক এ এস এম ওমর শরীফ রাজীব , যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ ও মেস মালিকরা উপস্থিত ছিলেন।

মেস মালিক সমিতির এমন সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মেসে ভাড়া থাকা শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মেস ম্যানেজমেন্ট এর জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম ” মেসবুক ” এর প্রধান নির্বাহী কর্মকর্তা আরাফাত ইসলাম জানিয়েছেন, “আপাতদৃষ্টিতে আমার কাছে উভয় পক্ষের জন্য “উইন-উইন” সিচুয়েশন বলে মনে হচ্ছে যদি মেস মালিকরা আসলেই ক্ষতিগ্রস্তদের ভাড়া কমিয়ে নেয়। তবে সিদ্ধন্তটা মেস মালিকের উপর ছেড়ে দেওয়ায় আমি মনে করি কিছু মেসমালিক করোনায় ক্ষতিগ্রস্তদের থেকেও সম্পূর্ণ ভাড়া আদায় করার জন্য জোড় জবরদস্তি করতে পারে। তাই কোন মেসমালিক যদি জোরপূর্বক ক্ষতিগ্রস্তের থেকেও ফুল ভাড়া আদায় করতে চায় কিংবা কোন অন্যায্য পরিমাণ ভাড়া নির্ধারণ করে দেয় সেক্ষেত্রে অভিযোগ করার ও জবাবদিহিতার জায়গা থাকাটা দরকার বলে আমি মনে করি।

সকল পক্ষই করোনার এই পরিস্থিতিতে সহনশীল আচরণ করবে এমনটাই প্রত্যাশা সবার।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.