ইবিতে ‘বিবর্ণ স্মৃতি’ যৌথ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

0

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের যৌথ কাব্যগ্রন্থ ‘বিবর্ণ স্মৃতি’র মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে সামনে মোড়ক উন্মোচন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংগঠন অভ্যুদয়ের পরিবেশনায় ও ব্যবস্থাপনায় যৌথ কাব্যগ্রন্থ ‘বিবর্ণ স্মৃতি’র মোড়ক উন্মোচন করা হয়। বইটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৪৩ জন শিক্ষার্থীর মোট ৯১টি কবিতা স্থান পেয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আল ফিকহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লাবিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. আনোয়ারুল ওহাব।

এছাড়াও অনুষ্ঠানে গ্রন্থটির সম্পাদক রকিবুল ইসলাম, অভ্যুদয়ের সাধারণ সম্পাদক জুবায়ের মাহমুদ প্রতিম, অর্থ সম্পাদক শোভন মোহাম্মদ নাহিদ, সাংগঠনিক সম্পাদক কুররাতুল আইন ঊর্মি, সহ-সাহিত্য সম্পাদক মোহাম্মদ নাজমুচ্ছাকিব, নিশাত বাঁধন, ওয়াইসুর রহমান প্রঞ্জল, নাফিস আনাম সৌরভ, শাহীন পাশা, আশিক আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি ড. শাহিন ক্যাম্পাসের নতুন সংগঠন অভ্যুদয়ের ও লেখকের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। ক্কউল্লেখ্য, ক্যাম্পাসের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংগঠন অভ্যুদয় গত বছরের ১৫জুন যাত্রা শুরু করে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.