কাপ্তাই হরিণ ছড়া পাহাড়ে সড়ক দুর্ঘটনায় নিহত – ১ গুরতর আহত – ৫

0

মাহফুজ আলম. কাপ্তাই থেকে : কাপ্তাই ইউনিয়নের হরিন ছড়া পাহাড়ী সড়কে চাঁদের গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৫ জন গুরুতর আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। ০৬ ফেব্রুয়ারি শনিবার তারিখ আনুমানিক সাড়ে ৪ ঘটিকার সময় কাপ্তাই উপজেলার ০৪ নং কাপ্তাই ইউনিয়নের ০২ নং ওয়ার্ড এলাকাধীন হরিনছড়া গুরাছড়ি মোহনলাল কারবারী পাড়ার উসাপ্রু মারমা বাড়ী সংলগ্ন -ভাঙ্গামোড়া সড়কে নম্বর বিহীন ০১ টি চাঁদের গাড়ি দুর্ঘটনায় পতিত হয়। উক্ত দুর্ঘটনায় গাড়ির ০৬ জন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের চিকিৎসার জন্য কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় প্রিয়ধন তনচংগ্যা-১২ (পিতাঃ কংরেজয় তনচংগ্যা, গ্রামঃ হরিনছড়া বড়পাড়া, ডাকঃ নতুনবাজার থানাঃ কাপ্তাই জেলাঃ রাঙ্গামাটি) মারা যায়। অপর দিকে আহত যাত্রীদর মধ্যে ক্রমিক ০১ ও ০২ নং ব্যক্তি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে এবং অপর আহত ক্রমিক ০৩, ০৪ ও ০৫ নং’কে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে প্রেরন করা হয়। এ ঘটনায় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের চিকিৎসক ডাক্তার মিনহাজ. ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ ও হেডম্যান আমাদের কাপ্তাই প্রতিনিধি মাহফুজ আলম কে এক সাক্ষাৎ কারে ঘটনার সত্যতা নিশ্চিত করনে।

আহতদের নাম নিন্মরুপঃ

১। উপায়নন্দ ভিক্ষু (জ্ঞান বিকাশ বড়ুয়া)-৫৫, (পিতাঃ অরবিন্দু বড়ুয়া, গ্রামঃ ভাঙ্গামোড়া, ডাকঃ নতুনবাজার, থানাঃ কাপ্তাই জেলাঃ রাঙ্গামাটি এ/পি গ্রামঃ শীলকুপ, ডাকঃ মনকিরচর, থানাঃ বাঁশখালী, জেলাঃ চট্টগ্রাম)
বর্ণিত ব্যক্তি ভাঙা মোড়া বৌদ্ধবিহারের ভান্তে।

২। মিসেস কৈয় মালা তনচংগ্যা-৮০ (স্বামীঃ কালাচাঁন তনচংগ্যা, গ্রামঃ আড়াছড়ি, ডাকঃ শীলছড়ি, থানাঃ চন্দ্রঘোনা, উপজেলাঃ কাপ্তাই, জেলাঃ রাঙ্গামাটি)

৩। সুফল তনচংগ্যা-১১ (পিতাঃ নাক্কি তনচংগ্যা, গ্রামঃ ভাঙামোড়া, ডাকঃ নতুনবাজার থানাঃ কাপ্তাই জেলাঃ রাঙ্গামাটি)

৪। মূল্যকুমার তনচংগ্যা-৪৫ (জয়ধর তনচংগ্যা, গ্রামঃ ভাঙামোড়া, ডাকঃ নতুনবাজার থানাঃ কাপ্তাই জেলাঃ রাঙ্গামাটি)

৫। পরান জয় তনচংগ্যা-৩৭ (পিতাঃ প্রিয় তনচংগ্যা, গ্রামঃ ভাঙামোড়া, ডাকঃ নতুনবাজার থানাঃ কাপ্তাই জেলাঃ রাঙ্গামাটি)। ৬/২/২৯২১ ইং।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.