যে স্মৃতি সব সময় মনে পড়ে । শাহনাজ খুশি ।

গ্রামে বোনের শ্বশুর বাড়ী বেড়াতে গেলে,ঝুড়ি/মুড়ি খেতে দিয়ে তাদের বাড়ীর মানুষ বলতো,"খাও বুন,তুমরা থানা বাজারের টাউনের মানুষ,আমারে গিরামের খাবার খাও"!

0

বিভাগীয় শহর গুলোতে যাদের জন্ম,বেড়ে ওঠা,তাদের কথা ভিন্ন।কিন্তু যারা থানা/ইউনিয়ন পর্যায়ে জন্ম,বেড়ে উঠা,তাদের জন্য সে সময় একটা রেল ষ্টেশন/বাসস্ট্যান্ড/থানা অনেক বড় বিষয়।আমাদের এলাকায় আমরা ছিলাম সেই গর্বের অধিকারী।জন্মের পর থেকে আমাদের বাড়ীর নিকটবর্তী ছিল থানা,একটু দুরে রেল ষ্টেশন।আমার বুদ্ধি হবার পরেই বাড়ীতে শুধু বিদ্যুৎ দেখা নয়,রীতিমত রাইস এন্ড ওয়েল মিল দেখেছি।”রেজা,ওয়েল এন্ড রাইচ মিল” ছিল আমাদের! সেদিক থেকে আমরা অনেক ভাগ্যবান।গ্রামে বোনের শ্বশুর বাড়ী বেড়াতে গেলে,ঝুড়ি/মুড়ি খেতে দিয়ে তাদের বাড়ীর মানুষ বলতো,”খাও বুন,তুমরা থানা বাজারের টাউনের মানুষ,আমারে গিরামের খাবার খাও”!আমরা ছিলাম টাউনের মানুষ!! ছোট বেলায়,মা খালার বাড়ী ভেড়ামারা যেতো রেল গাড়ীতে।টমটমের মুখটা কাপড় দিয়ে ঘিরে এক ধরনের পর্দা করে দিত।ভেতরে আমরা!কি ভয়ানক উত্তেজনা।কারন মা যেতেন অনেক বছর পর পর।তখন “চাটমোহর” লেখা এই বোর্ডটা ছিল ধুসর খয়েরী রংয়ের।জায়গায় জায়গায় রং ওঠাও ছিল।রেল গাড়ীটাও ছিল একই রংয়ের।তখন থেকেই এই ষ্টেশনের “চাটমোহর” লেখা বোর্ডটা আমার হার্টবিট বাড়ানো আনন্দের নাম।ট্রেনের সিগন্যাল পড়াকে বলতো,’পাখা, পড়া।এ সব কিছু কোনদিনই আমার কাছে ঝাপসা হয়নি।ছোটবেলার অনুভুতি গুলো আমার সামনে চলার পথ অনেকটা বাঁধাগ্রস্থ করেছে।দীর্ঘদিন আমি আমাদের বাড়ী গিয়েছিলাম না।যখন যাওয়া শুরু করেছি,তখন হাইওয়ে ধরে গাড়ীতে করে! কিন্তু আমার মন পড়ে থাকতো এই ষ্টেশনের গন্ত্যবে! এই ষ্টেশনের রংয়ে,লেখায়! ২৪ বছর পর,গত বছর ট্রেনে,এই স্টেশনে নেমেছিলাম! আমি সব সৌজন্যতা ভুলে দৌড়ে গিয়েছিলাম ঐ বোর্ডের কাছে! বদলে গেছে সেই রং/লেখা/ ষ্টেশনের আদল! “চাটমোহর লেখা নতুন বোর্ড আমাকে চিনলো কিনা জানিনা! কিন্তু আমি সেই একই আবেগে ভেসেছি!!! কারো কারো জীবনের অনেক গুরুত্বপর্ন অংশ আঁটকে যায় এমন রঙ,এ/ গন্ধে/ শব্দের স্মৃতিতে!! সবাই যখন খুব করে আধুনিকতায় মুড়ে,শহুরে হতে ব্যস্ত,তখন আমি আমার জীবনের সব অলি গলিতে ,সব সময়, এমন নানান ল্যাম্পপোস্ট/ষ্টেশন/খুব নিকট সম্পর্কের অতীত কোলাহলে হোঁচট খাই!! রক্তাত্ব হই,আবার ফিরে যাই!! কারন,এ ব্যাথায় আমার আপন লাগে তাই..
লেখক – জনপ্রিয় অভিনেত্রী ।
সুত্র : শাহনাজ খুশির ফেস বুক ।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.