উতসব।।
– হাসনাত আবদুল হাই ।
তারা যাচ্ছে অনেক ঝুঁকি নিয়ে,মৃত্যুর ছায়া মাড়িয়ে
রোগের তোয়াক্কা না করে
সাইক্লোনের তান্ডব পেরিয়ে,
তারা যাচ্ছে, যখন রাস্তায় গন পরিবহন নেই
ফেরির অপেক্ষায়’বেলা যে পড়ে এল,জলকে চল’ ডাকে,
তারা যাচ্ছে রাস্তায় ধর্না দিয়ে বকেয়া না পেয়ে
কেনা-কাটা হয়নি কিছুই, পুরনো কাপড় গায়ে
তবু তারা যাচ্ছে বাড়ি,বেঁচে থাকার উদযাপনে
একটাই যখন জীবন –তার উতসবে ;
তারা যাচ্ছে, তারা যাচ্ছে,যাচ্ছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
আপনি এগুলোও দেখতে পারেন