সত্য কী ? । মাহবুব হাসান । নিউ ইয়র্ক ।

পাখির পালক হয়ে উড়তে থাকলো সত্য ।

0

মাহবুব হাসান
সত্য কী?

পাখির পালক হয়ে উড়তে থাকলো সত্য,
আর বাতাসে দুলতে থাকলো রোদ,
বিকেলবেলার রোদ
মগডালে পাখির সাথে নাচছে,
প্রেমের সংলাপে
কিচিরমিচির করতে করতে
মেলে দেয় সে তার পলকা পাখা;

আমি তাকে ছুঁতেও পারি না!
তার মগ্ন শয্যা এতোটা বস্তুহীন যে
মনে হয় নীলিমার সহোদর।

সত্য হচ্ছে ভাবনার গহণে লুকানো
নীলিমার ছায়া।

তাকে কেউ কখনো পাবে না!!

০৫/৩০/২০২০
নিউ ইয়র্ক

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.